রাজধানীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সিফাত মোর্শেদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তানভীর নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে নয়টায় গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সিফাত মোর্শেদকে মৃত ঘোষণা করেন।

নিহত সিফাত মোর্শেদের বন্ধু হৃদয় বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হই। আমরা তাদের পেছনের মোটরসাইকেলে ছিলাম। আমাদের পুরান ঢাকায় যাওয়ার কথা ছিল। পরে হানিফ ফ্লাইওভারে উঠে র‍্যাব-৩ সদর দপ্তরের সামনে এলে অতিরিক্ত গতি থাকায় সামনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ করতে পারেনি। পরে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগায় সিফাত ও তানভীর গুরুতর আহত হয়। পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, যদি মাথায় হেলমেট থাকত তাহলে হয়ত সিফাত বেঁচে যেত। তার বাড়ি গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকায়। সিফাত বাবার এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসা দেখত। সিফাতের একটি মেয়ে সন্তান রয়েছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

এসএএ/কেএ