বাসে আগুন দেওয়ার সময় যুবদলের কর্মী আটক
রাজধানীর তাঁতিবাজারে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় রাজু খান (৩৫) নামে যুবদলের এক কর্মীকে আটক করেছে বংশাল থানা পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বাসে আগুন দেওয়ার সময় রাজুকে আটক করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, আজ সকাল ১০টায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় রাজুকে আটক করা হয়। রাজু ২৭ নং ওয়ার্ড যুবদলের সদস্য। জিজ্ঞাসাবাদে রাজু আমাদের জানায়— আগুন দেওয়ার সময় তার সঙ্গে আরও ৩ জন ছিলো। তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া বাকি তিনজনকে আটকের জন্য আমরা চেষ্টা করছি। আর আটক রাজুর বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসি/এমজে