কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না : র্যাব-২
র্যাব-২ এর অধিনায়ক ও এডিশনাল ডিআইজি আনোয়ার হোসেন খান বলেছেন, কোনো অবস্থাতেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে র্যাব সদস্যরা মাঠে কাজ করছেন।
রোববার (২৯ অক্টোবর) রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আনোয়ার হোসেন বলেন, র্যাব-২ এর আওতাধীন যে সব এলাকা রয়েছে সেখানে তৎপরতা জোরদার করা হয়েছে। পেট্রোল টিম কাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা, জান-মাল ও সম্পত্তি রক্ষার জন্য আমাদের সব চেষ্টা রয়েছে। যেখানেই অপ্রীতিকর ঘটনা, সেখানেই টহল টিম ব্যবস্থা নিচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা প্রত্যেকেই মাঠে আছি। যারাই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে চেষ্টা করবে তারা কেউই ছাড় পাবে না।
টহল টিমের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, আমাদের ইউনিট থেকে প্রায় দুই শতাধিক র্যাব সদস্য বিভিন্ন জায়গায় টহলে আছেন। তাছাড়া নিরাপত্তার জন্য সারা ঢাকা জুড়েই দেড় হাজারের অধিক র্যাব সদস্যরা কাজ করছেন। জনগণের সহযোগিতায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের জীবন সম্পত্তির নিরাপত্তা রক্ষায় সচেষ্ট থাকবে।
রাজধানীন মোহাম্মদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনার বিষয় তিনি বলেন, ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা সঙ্গে সঙ্গে সেখানে গেছি। মূলত অপরাধীরা অপরাধ করে সেই স্থান দ্রুত ত্যাগ করে। আমরা চেষ্টা করছি তাদেরকে ধরার জন্য। সংশ্লিষ্ট গোয়েন্দার ও কাজ করছেন। আশা করি খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করতে পারবো।
এসময় আরও উপস্থিত ছিলেন র্যাব-২ এর টুআইসি মেজর নাজমুল্লা হেল ওয়াদুদ,
স্কোয়াড্রন লিডার সানোয়ার হোসেন, সিনিয়র এএসপি শিহাব করিম।
আরএইচটি/এমএএ