ঢাকায় রাজনৈতিক সহিংসতাকে কেন্দ্র ক‌রে প্রাণহানি ও স‌হিংসতার ঘটনায় ইউ‌রোপীয় ইউ‌নিয়ন (ইইউ) গভীর দুঃখ প্রকাশ করেছে।

রোববার (২৯ অ‌ক্টোবর) ইইউর ঢাকা মিশন তা‌দের এক্স (সা‌বেক টুইটার) অ্যাকাউ‌ন্টে এক পো‌স্টের মাধ্যমে এ দুঃখ প্রকাশ ক‌রে‌।

এক্স বার্তায় ইইউ লি‌খে‌ছে, ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলো ঢাকার রাস্তায় প্রাণহানি ও সহিংসতা দেখে গভীরভাবে দুঃখ প্রকাশ কর‌ছে। অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পথ খুঁজে বের করা খুব গুরুত্বপূর্ণ।

এ‌দি‌কে, শ‌নিবার ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে তার নিন্দা জা‌নি‌য়ে‌ছে মা‌র্কিন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ব‌লে‌ছে, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করবে দেশ‌টি।

এনআই/এসএম