বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। আর দূষণমাত্রার দিক থেকে তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। 

আজ (সোমবার) বেলা ১১টা ১০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

এয়ার ভিজ্যুয়ালের হিসাবে, বায়ুর মান ০ থেকে ৫০ থাকলে ওই স্থানের বায়ু ভালো। আর মান ২০০ থেকে ৩০০ এর মধ্যে থাকা মানে খুবই অস্বাস্থ্যকর। বায়ুর মান ৩০০- এর বেশি থাকা মানে ওই স্থানের বায়ু বিপজ্জনক।  

সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, শহরটির স্কোর হচ্ছে ৩১৬। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মান আজ বিপজ্জনক। আর প্রথম অবস্থানে থাকা দিল্লির স্কোর ৩২২। ঢাকার ১৭৯।  

এনএফ