বিদেশে মারা যাওয়া ১৫ প্রবাসী কর্মীদের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে ৬ কোটি টাকার চেক তুলে দেওয়া হয়েছে। এছাড়া একটি পরিবারের হাতে ১০ লাখ টাকার জীবন বিমার ক্ষতিপূরণের চেকও তুলে দেওয়া হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রবাসী কর্মীদের পরিবারের হাতে এসব চেক বিতরণ করেন মন্ত্রী ইমরান আহমদ।

ইমরান আহমদ বলেন, সরকার প্রবাসীদের কল্যাণ ও অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ। বিদেশে অবস্থানরত প্রবাসীদের যে কোনো বিপদ-আপদে সরকার পাশে রয়েছে। মন্ত্রণালয় বিদেশে শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে কর্মীর সামগ্রিক নিরাপত্তা ও সব ধরনের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। বিদেশে মৃত কর্মীদের ক্ষতিপূরণের অর্থ নিয়োগকারী কোম্পানি থেকে আইনগতভাবে আদায় করে তা মৃত কর্মীর ওয়ারিশদের মধ্যে বিতরণ করা হয়।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে মৃত প্রবাসী কর্মীদের পরিবারের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ চলমান আছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের অবদানের স্বীকৃতিস্বরূপ দেশে-বিদেশে অবস্থানরত প্রবাসী কর্মীদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। মৃত প্রবাসী কর্মীর ক্ষতিপূরণের অর্থ আদায় করে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাদের পরিবারের নিকট পৌঁছে দিচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়মা ইউনুস, এনডিসি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) শোয়াইব আহমাদ খান প্রমুখ।

এনআই/এমজে