ব্যালন ডি অরের লাল গালিচায় প্রথম পা রেখেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জেতা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ব্যালনের মঞ্চে এটিই তার প্রথম পা রাখা। আর তাতেই বাজিমাত করলেন এই আর্জেন্টাইন। ফ্রান্স ফুটবলের দেওয়া সেরা গোলরক্ষকের স্বীকৃতি পাচ্ছেন আলবিসেলেস্তেদের বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া এমিলিয়ানো মার্টিনেজ।

সেরা গোলরক্ষকের পুরস্কার হিসেবে সোভিয়েত ইউনিয়নের কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াসিনের নামে করা 'ইয়াসিন ট্রফি' পাচ্ছেন ৩১ বছর বয়েসী এই আর্জেন্টাইন। বিশ্বকাপে তার দুর্দান্ত নৈপুণ্যে আর্জেন্টিনা পায় আরাধ্য বিশ্বকাপ শিরোপা। এছাড়া নিজ ক্লাব অ্যাস্টন ভিলাতেও তিনি ছিলেন দারুণ ফর্মে। পেয়েছেন ফিফার বর্ষসেরা গোলরক্ষকের সম্মান। এমি মার্টিনেজের ইয়াসিন ট্রফি পাওয়াটা তাই অনুমিতই ছিল। 

সোমবার রাতে নিজের ফেসবুক পেইজে এক ভিডিওবার্তায় এমি মার্টিনেজ ইয়াসিন ট্রফি জেতার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সেরা পনেরোর তালিকাতে নিজের নাম নিশ্চিত করেছিলেন মার্টিনেজ। ছিলেন ১৫তম স্থানে। 

অ্যাস্টন ভিলায় গেল বছর মনে রাখার মত পারফর্ম করেছেন এই আর্জেন্টাইন। ৩৬ ম্যাচে ১১ ক্লিনশিটের পাশাপাশি করেছেন ৯৮ সেইভ। এছাড়া জাতীয় দলের হয়ে বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন। স্পর্শ করেছেন বিশ্বকাপ শিরোপাও। সবশেষ ফ্রান্স ফুটবলের এই ইয়াসিন ট্রফিতে দারুণ এক মৌসুমের চক্রপূরণ করলেন এমি মার্টিনেজ।

জেএ