রাজধানীর চকবাজার থানার চানখারপুল মোড়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম, পরিদর্শক (অপারেশন্স) জাকির হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) শুভঙ্কর রায় আহত হয়েছেন।

পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল হালিম বলেন, দুপুর আড়াইটার দিকে বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এ সময় অনুমতি না থাকায় মিছিলে আমরা বাধা দিই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় আমরা আহত হই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত তিন পুলিশ সদস্য ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এসএএ/এসকেডি