রমনায় মোটরসাইকেলের ধাক্কায় অস্ট্রেলিয়া প্রবাসী নিহত
রাজধানীর রমনা পার্কের ভিআইপি গেটের সামনের রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় যোসেফ গমেজ (৫৭) নামে এক অস্ট্রেলিয়া প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালককে আটক করেছে রমনা থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিজ্ঞাপন
নিহত যোসেফ গমেজের বড় ভাই জনি গোমেজ জানান, তিনি কয়েকদিন আগে সিডনি থেকে ঢাকায় এসেছিলেন। কিছুদিনের মধ্যেই তার অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল। সেখানে তার স্ত্রী-সন্তান রয়েছে।
ঢাকাতে কাকরাইলের সার্কিট হাউস রোডে জনি গমেজের বাসায় থাকছিলেন যোসেফ।
বিজ্ঞাপন
জনি গোমেজ জানান, তাদের বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার মোলাশী কান্দা গ্রামে। পাঁচ ভাইয়ের মধ্যে যোসেফ ছিলেন তৃতীয়।
এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল জানান, রমনা পার্কের ভিআইপি গেটের সামনে ডিউটি করছিলাম। হঠাৎ বিকট শব্দ পেয়ে সামনে গিয়ে দেখি একটি মোটরসাইকেল এক পাশে পড়ে আছে, আর তার পাশেই তিনজন পড়ে আছে। পরে জানতে পারি মোটরসাইকেলে দুই যুবক যাচ্ছিলেন, আর এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। মোটরসাইকেলের ধাক্কা লেগে ওই ব্যক্তি ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, আমরা মোটরসাইকেল ও দুই আরোহীকে আটক করেছি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসএএ/এনএফ