হাটহাজারীতে গুরুত্বপূর্ণ বৈঠকে হেফাজতের নেতারা
চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের জরুরি সভা চলছে। সভায় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীসহ কেন্দ্রীয় কমিটির ৫০ জন নেতা উপস্থিত আছেন।
রোববার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সভাটি শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক হেফাজতের এক নেতা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হেফাজত সূত্রে জানা গেছে, বৈঠকে হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা, নেতাকর্মীদের গ্রেফতার এবং কওমি মাদরাসা বন্ধের বিষয়ে আলোচনা হবে। এছাড়া হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ঢাকাসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান হেফাজতের নেতাকর্মীরা। এসময় চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটসহ দেশের কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় হেফাজত ইসলামের কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করে দেশের বিভিন্ন স্থানে মামলা করা হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের পর তার ‘বিয়ে বির্তক’ সামনে আসে।
কেএম/জেডএস/জেএস
বিজ্ঞাপন