জাতীয় প্রেস ক্লাবের পেছনে বিদ্যুৎ ভবনে আগুন লেগেছে। বুধবার (১ নভেম্বর) দুপুর ৩টা ৪২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।

তবে ইউনিট দুটি পৌঁছার আগেই আগুন নিভে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আজ দুপুর ৩ টা ৪২ মিনিটে বিদ্যুৎ ভবনে আগুন লাগার সংবাদ পাই আমরা। পরে ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট গেলেও তাদের কাজ করতে হয়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়। ভবনটির সিঁড়ির নিচে ময়লার স্তূপে আগুন লেগেছিল।

এমএসি/এসকেডি