২৮ অ‌ক্টোবর ঢাকায় স‌হিংসতা এবং প্রাণহানির ঘটনায় গভীর উ‌দ্বেগ পুনর্ব্যক্ত ক‌রে‌ছে যুক্তরাজ্য। একইস‌ঙ্গে দেশ‌টি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সং‌শ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জা‌নি‌য়ে‌ছে।

বুধবার (১ ন‌ভেম্বর) স‌চিবাল‌য়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামা‌লের স‌ঙ্গে করা বৈঠক ব্রিটিশ হাইক‌মিশনার সারাহ কুক এসব বার্তা দি‌য়ে‌ছেন।

‌ব্রিটিশ হাইক‌মিশন জানায়, আসন্ন নির্বাচনকে সাম‌নে রে‌খে হাইকমিশনার ২৮ অক্টোবরের সহিংসতা ও প্রাণহানির বিষয়ে যুক্তরাজ্যের গভীর উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি যুক্তরাজ্যের পক্ষ থে‌কে স্টেকহোল্ডারদের সংযম অনুশীল‌নের মাধ্যমে সহিংসতা পরিহার করার পাশাপা‌শি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে একসঙ্গে কাজ করার আহ্বান জা‌নান।
 
বৈঠ‌কে যুক্তরাজ্য এবং বাংলাদেশের অর্থনী‌তি, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারিত্বের প্রতিফলন নি‌য়ে আলোচনা ক‌রেন। হাইকমিশনার ও স্বরাষ্ট্রমন্ত্রী দুই দে‌শের দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর জন্য পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

বৈঠ‌কে উ‌ঠে আসে গত ১২ সে‌প্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপ ইস্যু। তারা অভিবাসন ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে চল‌তি নভেম্বরের মাঝামাঝিতে প্রথম যুক্তরাজ্য-বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আলোচনা কর‌তে সম্মত হয়। তারা বিচার ব্যবস্থার বি‌ভিন্ন প‌রি‌ষেবা নি‌য়েও আলোচনা করেন।

এনআই/এসএম