আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্ট দিয়েছে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন। 

তাতে বলা হয়, হাইকমিশনার আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য সন্ধ্যায় জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যুক্তরাজ্য সব অংশীজনকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

ওই পোস্টের জাতীয় পার্টির জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের, দলটির সদস্য মুজিবুল হক চুন্নু ও জিএম কাদেরের বিশেষ দূত মাশরুর মওলার সঙ্গে সারাহ কুক এবং ব্রিটিশ হাইকমিশনের এক কূটনীতিকের ছবি দিয়েছে যুক্তরাজ্য হাইকমিশন।

পোস্টে কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হয়, তা উল্লেখ করা হয়নি। তবে কূটনৈতিক সুত্রগুলো বলছে, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে বৈঠকটি হয়।

এনআই/এমএসএ