রাঙ্গামাটি পর্যন্ত যাবে রেললাইন, সমীক্ষা দ্রুত শেষ করার তাগিদ
কাপ্তাই থেকে রাঙ্গামাটি পর্যন্ত যাবে রেললাইন। এ সংক্রান্ত সমীক্ষা দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩১তম বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ. বি. এম. ফজলে করিম চৌধুরী। কমিটির সদস্য ও রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, মো. শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এবং নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ রেলওয়ের রেল স্টেশনগুলোর সংস্কার কাজ সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সংসদ সদস্য দ্বারা উদ্বোধনের জন্য পুনরায় সুপারিশ করা হয়। বৈঠকে রাঙ্গামাটি জেলায় রেললাইন নিয়ে যাওয়া প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়। ইতোমধ্যে ‘জানালীহাট স্টেশন-চুয়েট-কাপ্তাই পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক সমীক্ষা প্রকল্পটি সমাপ্ত হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
বিজ্ঞাপন
কাপ্তাই রেললাইনটি রাঙ্গামাটি পর্যন্ত সম্প্রসারণ করার সমীক্ষা প্রকল্প দ্রুত সম্পন্ন করে রাঙ্গামাটি পর্যন্ত রেললাইন নিয়ে যাওয়ার জন্য কমিটি সুপারিশ করে। এছাড়া বাংলাদেশ রেলওয়ের কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে অন্যান্য সংস্থার ন্যায় শেয়ারিং/জয়েন্টভেঞ্চার/ পিপিপির মাধ্যমে বহুতল ভবন নির্মাণের সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি কর্তৃক বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় ।
চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত প্রীতিলতা স্মৃতি বিজড়িত ইউরোপিয়ান ক্লাব, কাঠের ডাকবাংলোর পূর্বের যে অবকাঠামো আছে তা যথাযথভাবে সংরক্ষণ করার জন্য কমিটি সুপারিশ করে। বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিদ্যমান কোচগুলোকে ওয়াইফাই সুবিধা স্থাপন করাসহ আরও একাধিক বিষয়ে সুপারিশ করা হয়।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর/এমজে