বাংলাদেশ বেতার এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া জীবন বীমা কর্পোরেশনে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়াকে বাংলাদেশে বেতারের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. নাজমুল হুদা সিদ্দিকীকে জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়ে আর জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুল হক চৌধুরীকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক করা হয়েছে।

এসএইচআর/এমএ