দয়াগঞ্জে দুই ককটেল বিস্ফোরণ
রাজধানীর দয়াগঞ্জ চৌরাস্তায় বিএনপির নেতাকর্মীরা দুটি ককটেল বিস্ফোরণ করেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় আরও ৯টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল টিম এসে এগুলো নিষ্ক্রিয় করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ বিষয়ে ডিএমপির ওয়ারি বিভাগের উপ-কমিশনার জিয়াউল আহসান তালুকদার জানান, বিকেল পাঁচটার দিকে বিএনপির কুমিল্লার দাউদকান্দি উপজেলার যুবদল নেতা মাহমুদুল হাসান সরদারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ করে।
বিজ্ঞাপন
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৯টা তাজা ককটেল উদ্ধার করে। এর আগে তারা দুটি বিস্ফোরণ করেছে। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।
এমএসি/এমজে