কৃষি কর্মকর্তাকে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনস্থ কৃষি কর্মকর্তাকে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে তথ্য কমিশন।
সোমবার (৬ নভেম্বর) তথ্য কমিশন এ আদেশ দেন। প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি গ্রহণপূর্বক এ আদেশ দেন। সোমবার তথ্য কমিশনে ৮টি অভিযোগের শুনানি করে ৬টি অভিযোগের নিষ্পত্তি করা হয়।
বিজ্ঞাপন
তথ্য কমিশন জানায়, তথ্য সরবরাহে বাধা এবং তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন টাঙ্গাইল জেলা কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) ও বিকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে (আরটিআই) বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।
এছাড়া তথ্য অধিকার আইনে চাহিত তথ্য সরবরাহে অবহেলার দায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে (আরটিআই) সতর্ক করেছেন তথ্য কমিশন বাংলাদেশ।
বিজ্ঞাপন
এসআর/এসএম