বিসিএস আনসার ক্যাডারে কর্মরত ৬ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। উপ-মহাপরিচালক (গ্রেড-৩) পদে এ পদোন্নতি পেয়েছেন তারা। 

সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অপূর্ব কুমার মণ্ডল। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস (আনসার) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে উপ-মহাপরিচালক (গ্রেড-৩) পদে পদোন্নতি প্রদান করা হলো। 

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে ৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির পরিচালক (উন্নয়ন) ফখরুল আলম, ঢাকা রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মো. রফিকুল ইসলাম, ময়মনসিংহ রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক ড. মো. সাইফুর রহমান, বরিশাল রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মো. আশরাফুল আলম এবং  গাজীপুরের সফিপুরে ১০ আনসার ব্যাটালিয়ন, আনসার ও ভিডিপি একাডেমির পরিচালক মো. জিয়াউল হাসান।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় এ প্রজ্ঞাপনে।

এমএম/এমএ