একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের বৈধ আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশের অটুট সমর্থনের কথা জর্ডানকে জানিয়েছে বাংলাদেশ। ফিলিস্তিনে যুদ্ধবিরতি এবং দেশটির জনগণের জন্য স্থায়ী ও ন্যায্য সমাধানে জর্ডানও তাদের গৃহীত বিভিন্ন উদ্যোগ বাংলাদেশকে জানিয়েছে।

আম্মানের স্থানীয় সময় বুধবার (৯ নভেম্বর) জর্ডানের পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত মাজেদ আলকাতারনেহের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বৈঠকে উভয়পক্ষ ফিলিস্তিন ইস্যুতে যার যার অবস্থান তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্রসচিব জর্ডানের পররাষ্ট্রসচিবকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে তার দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ফোরামের সব বৈঠকে ফিলিস্তিন ইস্যু জোরালোভাবে উত্থাপন করেছেন। প্রধানমন্ত্রী জেদ্দায় অনুষ্ঠিত ইসলামে নারীবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন এবং ঢাকায় অবস্থিত ওআইসি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে মুসলিম উম্মাহকে ঐক্যের আহ্বান জানান।

বৈঠকে মাসুদ বিন মোমেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরেন এবং জর্ডানের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান।  

জর্ডানের পররাষ্ট্রসচিব ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়নে জর্ডান খুশি বলেও জানান।  

দুই পররাষ্ট্রসচিব দ্বিপাক্ষিক বাণিজ্যের পূর্ণ সম্ভাবনা, জর্ডানে আরও দক্ষ জনশক্তির কর্মসংস্থান, সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, পর্যটন সহযোগিতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। তারা দুই দেশের মধ্যে ঝুলে থাকা দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু সমাধানে জোর দেন।  

মাসুদ বিন মোমেন পরবর্তী বৈঠকের জন্য জর্ডানের পররাষ্ট্রসচিবকে আগামী বছরের প্রথম দিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

জর্ডানের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের আগে মাসুদ বিন মোমেন জর্ডানের যুবরাজ হাসান বিন তালালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রিন্স হাসান পররাষ্ট্রসচিবকে গাজার পরিস্থিতি এবং এর মূল কারণ সম্পর্কে অবহিত করেন।

এনআই/জেডএস