বিএনপির যুগপৎ আন্দোলনের জোট সঙ্গী ১২ দলের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

১২ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।

তিনি এ ঘটনার নিন্দা এবং অবিলম্বে এহসানুল হুদাকে ছেড়ে দিয়ে জনসমক্ষে হাজির করার আহ্বান জানান।

এএইচআর/এসকেডি