গাবতলীতে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, রাত ৮টা ৩০ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে গাবতলী বাস স্ট্যান্ডের সামনে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে রাত আটটা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপণে কাজ করছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সর্বশেষ খবর অনুযায়ী আগুনে হতাহত ও কারা আগুন দিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে মতিঝিল থানাধীন নটর ডেম কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আটটা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার (১২ নভেম্বর) থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি।
জেইউ/জেডএস