রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ নাশকতাকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩৩)।

রোববার (১২ নভেম্বর) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আটক হওয়া অভিযুক্তদের নাম-পরিচয় জানা যায়নি।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো. আরিফুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জন নাশকতাকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

র‍্যাব জানায়, আটক হওয়া ব্যক্তিরা রাজধানীতে বিভিন্ন সময় নাশকতার সঙ্গে জড়িত ছিল। তারা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত।

এমএসি/এসকেডি