দূতাবাসের সহকর্মীদের নিয়ে রক্ত দিলেন পিটার হাস
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দেশটির ঢাকার দূতাবাসের সহকর্মীদের নিয়ে রক্তদান করেছেন।
রোববার (১২ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দূতাবাসের সহকর্মীদের নিয়ে রক্তদান করেন মার্কিন রাষ্ট্রদূত।
বিজ্ঞাপন
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ও ফেসবুকে দূতাবাসের সহকর্মীদের মার্কিন রাষ্ট্রদূতের রক্তদানের একটি ভিডিও পোস্ট করে দূতাবাস।
আরও পড়ুন
বিজ্ঞাপন
— U.S. Embassy Dhaka (@usembassydhaka) November 12, 2023
ভিডিও পোস্ট করে মার্কিন দূতাবাস লিখেছে, স্বাস্থ্যের জন্য রক্তদান অপরিহার্য। ঢাকার দূতাবাসে আমরা বাংলাদেশের জনগণের জন্য আমাদের দায়িত্বটুকু পালনের চেষ্টা করি। আমাদের কর্মীরা ঢাকার এভারকেয়ার হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান করেছেন। রক্তদান করুন, জীবন বাঁচান।
এনআই/এসএসএইচ