ঢাকায় ৪ দেশের প্রতিনিধিদের নিয়ে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রশিক্ষণ
মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের উদ্যোগে সম্প্রতি ঢাকায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চারটি দেশের আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে আঞ্চলিক প্রশিক্ষণের আয়োজন করে মার্কিন দূতাবাস। এই উদ্যোগ এ চারটি দেশ ছাড়াও ভারতের দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা সহজ হবে বলে মনে করছে দূতাবাস।
সোমবার (১৩ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
মার্কিন দূতাবাস বলছে, দুর্নীতি এমন এক ক্যান্সার যা গণতন্ত্রের প্রতি নাগরিকদের আস্থা নষ্ট করে। উদ্ভাবন ও সৃজনশীলতার অনুপ্রেরণা খর্ব করে। দক্ষিণ এশিয়ায় দুর্নীতি মোকাবিলায় বিভিন্ন আইন-প্রয়োগকারী সংস্থার সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করতে পেরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস গর্বিত।
দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপের প্রতিনিধিরা দুর্নীতির তদন্ত ও বিচারের সেরা উপায় শিখতে সহায়তা দেয়ার জন্য ঢাকায় অনুষ্ঠিত এক আঞ্চলিক প্রশিক্ষণে একত্র হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নেওয়া এ উদ্যোগে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা সহজ হবে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত ৫-৯ নভেম্বর রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপের আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে আঞ্চলিক প্রশিক্ষণের আয়োজন করে মার্কিন দূতাবাস।
এনআই/এমএ