অবরোধে ঢাকার চিত্র : যান চলাচল বেড়েছে নিউ মার্কেট এলাকায়
বিএনপি-জামায়াতের ঢাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে আজ সকাল ৬টা থেকে। অবরোধের সকালে রাজধানীর আজিমপুর-নিউ মার্কেট-সিটি কলেজ রোডে যান চলাচল ছিল অনেকটা স্বাভাবিক।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর আজিমপুর হয়ে সিটি কলেজ-ধানমন্ডির দিকে চলাচল করা বাসগুলো ছেড়ে যাচ্ছে। তবে বাসগুলোতে যাত্রী সংখ্যা ছিল যথেষ্ট কম। পরিস্থিতি বিবেচনায় সহিংসতার আশঙ্কায় অনেকে বাসা থেকে কম বের হচ্ছেন।
বিজ্ঞাপন
নিউমার্কেট থানার এএসআই মাহমুদুল ইসলাম বলেন, সকাল থেকেই আজিমপুর-সিটি কলেজ রোডে যান চলাচল করছে। এর মধ্যে কোনো সহিংসতা লক্ষ্য করা যায়নি। যেকোনো ধরনের পরিস্থিতির জন্য পুলিশের টিম সতর্ক রয়েছে।
এর আগে, সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই দিন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতির মাধ্যমে অবরোধের ডাক দেন।
বিজ্ঞাপন
ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের উদ্দেশ্যে বের হওয়া এক যাত্রী বলেন, প্রতিদিনই কোনো না কোনো বাসে আগুন দেওয়ার খবর পড়ছি। হাসপাতালে যাওয়া না লাগলে বের হতাম না বাইরে। তবে আগের অবরোধের তুলনায় বাস বেশি চলছে আজকে। তবে রাস্তায় কোনো জ্যাম না থাকায় ভোগান্তি কম হবে বলে মনে করছি।
অন্য আরেকজন যাত্রী বলেন, অবরোধের বাস পোড়ানোর খবর টেলিভিশন নিয়মিত দেখি। বাইরে বের হতে ভয় লাগে। অবরোধের কারণে জনগণের ভোগান্তি বেড়েছে। রাস্তায় যান চলাচল আগে আরও কম ছিল, আজকে তুলনামূলক কিছুটা বেড়েছে বলে মনে হচ্ছে। তবে রাস্তায় জ্যাম নেই বলে ভালো লাগছে।
কেএইচ/এনএফ