চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন নাশকতা নয় : পুলিশ
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে থানার একে খান মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করেন।
বিজ্ঞাপন
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতার নয়। ইঞ্জিনে ত্রুটির কারণে বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ইঞ্জিন ওভারহিট হয়ে বাসটিতে আগুন ধরেছে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ওয়ালী উদ্দিন আকবর বলেন, যাত্রীবাহী বাসটি ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে পৌঁছে একে খান মোড়ে যাত্রী নামাচ্ছিল। এসময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এতে কেউ হতাহত হয়নি। আর এটি কোনো নাশকতাও নয়।
এমআর/এমএসএ