দক্ষিণ সিটিতে যৌথ মূলধনী অংশীদারত্বে ব্যায়ামাগার চলবে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডেই ব্যায়ামাগার প্রতিষ্ঠা করা হবে, সেগুলো যৌথ মূলধনী অংশীদারত্বের ভিত্তিতে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (১৫ নভেম্বর) গুলিস্তানের শহীদ মতিউর পার্কের (মহানগর নাট্যমঞ্চ) অভ্যন্তরে নির্মিত রাইসা নগর ব্যায়ামাগার উদ্বোধনে এসে তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগরবাসীর জন্য প্রতিটি ওয়ার্ডেই একটি করে ব্যায়ামাগার স্থাপন করবে। এরই অংশ হিসেবে আজ আমরা ১৩ নম্বর ওয়ার্ডে রাইসা নগর ব্যায়ামাগারের উদ্বোধন করলাম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আমাদের ব্যায়ামাগারগুলো যেন অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত হয় সেজন্য আমরা একটি নীতিমালা প্রণয়ন করেছি। যৌথ মূলধনী অংশীদারত্বের মাধ্যমে আমরা এসব ব্যায়ামাগার পরিচালনা করছি।
ব্যায়ামাগারে স্বল্পমূল্যে আধুনিক সুযোগ সুবিধা সন্নিবেশ করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, নতুন আঙ্গিকে, অভিনব উপায়ে যৌথ মূলধনী অংশীদারিত্বের মাধ্যমে আমরা এই ব্যায়ামাগার পরিচালিত করবো। নারী-পুরুষ সবাই এখানে এসে শরীরচর্চা করতে পারবেন। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য নতুন সুযোগ-সুবিধা স্বন্নিবেশ করে ব্যায়ামাগারটা সাজানো হয়েছে। এখানে জনগণ স্বল্পমূল্যে কিন্তু আধুনিক পরিবেশে শরীরচর্চা করতে পারবে।
এএসএস/এমএসএ