ইসির আশপাশে প্রস্তুত ৭ সাঁজোয়া যান, ঢাকাজুড়ে র্যাবের ৬০ টিম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় র্যাবের ৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় র্যাব স্পেশাল ফোর্সেসের বিশেষায়িত যানবাহন এপিসিসহ এর ৭টি টহল মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া ঢাকায় র্যাবের ৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
এমএসি/এমজে