খেলার মাঠ সংরক্ষণে প্রত্যেক নাগরিককে প্রতিবাদ জানানোর আহ্বান
খেলার মাঠ সংরক্ষণের জন্য ঢাকার প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানানো এবং এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
শনিবার (১৮ নভেম্বর) বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) উদ্যোগে এবং ইউএন-হ্যাবিটেট ও নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সহযোগিতায় সেমিনারে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
আতিকুল ইসলাম বলেন, আমাদের সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত আছে, যার প্রতিফলন সবাই দেখতে পাচ্ছে। আসলেই আমাদের প্রথমে বুঝতে জনগণ কি চায়? জনগণ খাল চায়, নৌপথ চায়, খালে মাছ চাষ চায়, খালের দুপাশে হাঁটার রাস্তা এবং সাইকেল লেন চায়।
তিনি বলেন, গুলশান, বনানী এবং বারিধারাতে ইউনিসেফের মাধ্যমে একটি সার্ভে পরিচালনা করে আমরা দেখতে পেয়েছিলাম, বারিধারার শতকরা ৯০ ভাগ আবাসিক ভবনের পয়োনিষ্কাশন ব্যবস্থার কোন পরিকল্পনা নেই। ফলে সে সকল ভবনের সব ময়লা পানি খালে এসে পড়ছে। এটা অনেক দুঃখের বিষয় যে, আমাদের শহরে অনেক নাগরিক থাকলেও সুনাগরিকের বড়ই অভাব।
বিজ্ঞাপন
ডিএনসিসি মেয়র বলেন, প্রধানমন্ত্রী কখনই খেলার মাঠ বা উন্মুক্ত স্থানে আবাসন করার অনুমতি দেন না। কালশী ফ্লাইওভার উদ্বোধনের সময় সুস্পষ্টভাবে বলে দেন যে, বালুর মাঠে কোনো আবাসন প্রকল্প হবে না, এখানে খেলার মাঠ বানানো হবে। কিন্তু দুঃখের বিষয়, এর কোনো ফলাফল আসেনি। পরে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে জানানো হলে, তিনি কঠোর হস্তে তা দমন করেছেন। একইভাবে ফার্মগেটের খেলার মাঠ এখন মেট্রো নির্মাণ প্রকল্পের অস্থায়ী অফিস হিসেবে ব্যবহৃত হলেও এ স্থানে মাল্টিপারপাস শপিং কমপ্লেক্স বানানোর জন্য প্রকল্প প্রস্তাবনা দেওয়া হয়েছে।
বিআইপি সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান আনিসুর রহমান মিঞা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন, বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান, পরিকল্পনাবিদ মো. আনিসুর রহমান, ইউএন-হ্যাবিটেট বাংলাদেশের রিজিওনাল অফিস ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের কারিগরি উপদেষ্টা প্রিয়াঙ্কা কোচার প্রমুখ।
এএসএস/এমএ