চমেক হাসপাতালে ২ দালাল গ্রেপ্তার
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ২ দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। আজ (রোববার) তাদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে।
গ্রেপ্তাররা হলেন— হাটহাজারী উপজেলার মির্জাপুর এলাকার মফজল আহম্মদের মেয়ে রশিদা বেগম (৬০), বোয়ালখালী উপজেলার সারওয়াতলী পরিমল মেম্বারের বাড়ির বাবুল দের ছেলে রয়েল দে (৩৫)।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, হাসপাতালে দালালির কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে আজ (রোববার) আদালতে সোপর্দ করা হচ্ছে।
বিজ্ঞাপন
এমআর/এমএ