খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু
রাজধানীর খিলগাঁও থানার গোড়ান এলাকায় নির্মাণাধীন একটি ভবনের নয়তলা থেকে পড়ে মো. সুমন (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সহকর্মী আনোয়ারুল জানান, সুমন এবং আমি দুজনেই আজ সকালের দিকে গোড়ান এলাকায় একটি নয়তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলাম। হঠাৎ অসাবধানবশত সুমন নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা জানান সে আর বেঁচে নেই।
তিনি আরও জানান, সুমনের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে। প্রতিদিনের কাজ শেষে সে ওই ভবনেই থাকতো।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/জেডএস