দুর্ঘটনার প্রভাব পড়েছে সূচিতে, ঢাকা থেকে ৬ ট্রেন ছাড়তে বিলম্ব
টাঙ্গাইলের ঘারিন্দায় ঢাকাগামী রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ওই রেলপথে প্রায় ৯ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে করে ঢাকা থেকে ট্রেন ছাড়ার সূচিতে এর প্রভাব পড়েছে। যার ফলে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছয়টি ট্রেন ছাড়তে বেশ কয়েক ঘণ্টা বিলম্ব হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা রেলওয়ে স্টেশনের অনবোর্ড স্ক্রিনে দেখা যায়, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস সকাল ১০টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেটি ছেড়ে যায়নি, তবে সাত নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষায় রয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস দুপুর সোয়া একটায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত ছেড়ে যায়নি, তবে চার নম্বর প্লাটফর্মে অপেক্ষাধীন আছে; চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস দুপুর দেড়টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত ছাড়েনি, তবে ছয় নম্বর প্লাটফর্মে অপেক্ষাধীন আছে; রাজশাহীগামী সিলসিটি এক্সপ্রেস দুপুর ২টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত ছাড়েনি, তবে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে রাত আটটা ১০ মিনিটে।
চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস বিকেল পাঁচটায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত ছাড়েনি, তবে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে রাত সাড়ে আটটা; আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত ছাড়েনি। কিশোরগঞ্জগামী এগারো সিন্দুর গোধূলি এক্সপ্রেস সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ছেড়ে দেওয়ার কথা থাকলেও সন্ধ্যা সাতটা পর্যন্ত সেটিও ছাড়েনি।
বিজ্ঞাপন
এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার জন্য উত্তরবঙ্গের ট্রেনগুলো দেরিতে ছাড়ছে। অবশ্য অন্যান্য লাইনের ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে।
এমএইচএন/কেএ