সাবেক স্ত্রীর মামলায় রাঙ্গামাটি জেলা ছাত্রদল সভাপতি গ্রেপ্তার
রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ সাব্বিরকে গ্রেপ্তার করেছে রাঙামাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২২ নভেম্বর) রাতে শহরের পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাঙামাটি ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা ছাত্রদলের সভাপতি সাব্বিরকে তার সাবেক স্ত্রী মনিকা আক্তারের দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ঢাকার ৯নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কতৃক ইস্যুকৃত গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
এই ব্যাপারে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু বলেন, আসামি ফারুক আহমেদ সাব্বিরের বিরুদ্ধে তার স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারী হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে সোপর্দ করা হবে।
জানা গেছে, চলতি বছরের ২০ জুন রাঙামাটি জেলা যুব মহিলা লীগের সাবেক নেত্রী মনিকা আক্তার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ আদালতে সাব্বিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
সাব্বির রাঙামাটি জেলা ছাত্রদল সভাপতি ছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে, মনিকা আক্তার এক সময় রাঙামাটি জেলা যুব মহিলা লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও কোনো পদে ছিলেন না বলে দাবি সংগঠনটির শীর্ষ নেত্রীদের।
মিশু মল্লিক/এমটিআই