আ.লীগের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা শনিবার
জাতীয় নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া চূড়ান্ত প্রার্থীদের নাম আগামী শনিবার (২৫ নভেম্বর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভোটের মনোনয়ন বোর্ডের সভা শেষে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ওবায়দুল কাদের বলেন, আজকের সভায় রংপুরের ৩৩ ও রাজশাহীর ৩৯টিসহ মোট ৭২টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়ার পর্যন্ত ফল প্রকাশ করব না। আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। আগামীকাল (শুক্রবার) সকাল ১০টা পর্যন্ত মনোনয়ন বোর্ডের সভা মুলতবি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সারা দেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজমান। জোট হবে বিভিন্নভাবে, কার সাথে কার জোট হবে আর কোথায় গিয়ে ঠেকবে এগুলো বলা মুশকিল। নির্বাচনের আগে জোট হতেও পারে... সময় আছে। কাজেই তালিকাও আসতে পারে। এমনও হতে পারে যে, আপনিও ভাবছেন না, আবার আমিও ভাবছি না... কিন্তু কার সাথে কার জোট হয়ে যাবে কেউ ভাবতেই পারব না।
এমএসআই/কেএ