চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পোশাক শ্রমিকের
চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ট্রাকের ধাক্কায় লেমন চাকমা (২৬) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে থানার ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
একই ঘটনায় আব্দুল ইমন (২০) ও মুরেল চাকমা (২৪) নামে আরও দুই পোশাক শ্রমিক আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, বিকেলে ইপিজেড থানা এলাকা থেকে ট্রাকের ধাক্কায় আহত ৩ জনকে চমেক হাসপাতালে আনা হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেছেন। বাকি দুজনকে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমআর/এসকেডি
বিজ্ঞাপন