রায়েরবাজারে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম
রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার সাদেক খান রোডে পূর্ব শত্রুতার জেরে মো. সামাদ (২৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
বিজ্ঞাপন
গুরুতর আহত সামাদ জানান, আমার ছেলের সাইকেল ঠিক করার জন্য আমি বাসা থেকে বের হই। পরে এ্যালেক্স ইমন গ্রুপের ইমন, সুজন, ভূতনাথ ও শাকিলসহ মুখ বাঁধা বেশকয়েকজন আমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আমি ডাইল্যা হৃদয় গ্রুপের। এরা আমাকে পূর্ব শত্রুতা জেরে কুপিয়ে জখম করেছ
সামাদের বিরুদ্ধে কয়টি মামলা আছে সে বিষয়ে জানতে চাইলে স্ত্রী নাসিমা বলেন, তার বিরুদ্ধে ৫-৬টি মামলা আছে। সে বেশ কয়েকবার জেলেও গিয়েছিল। সে সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ে কাজ করে। আমরা বর্তমানে আজিজ খান রোডে থাকি। আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইতনা থানা এলাকায়। সে ওই এলাকার মৃত কিতাব আলীর ছেলে ছিল।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমার স্বামীর অবস্থা ভালো না। তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। তার মুখ, হাত, পিঠ, পা শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখন করেছে তারা।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মো. সবুজ রহমান বলেন, রায়ের বাজারে একটি ঘটনা আমরা জানতে পেরেছি। আমরা ঘটনাস্থলে এবং ঢাকা মেডিকেলে দুটি টিম পাঠানোর ব্যবস্থা করছি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।
এসএএ/এমএ