সেগুনবাগিচার অফিসে পাওয়া যাচ্ছে ঢাকার ৪ থেকে ১৮ আসনের মনোনয়নপত্র
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা জেলা প্রশাসনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে।
ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে এবং ৫টি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি জেলা প্রশাসনের কার্যালয় অপরটি সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে।
বিজ্ঞাপন
এরমধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা ৪ থেকে ১৮ আসনের মনোনয়ন সংগ্রহ করা যাচ্ছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রোববার (২৬ নভেম্বর) ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১৬ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। সে সময় থেকে এ পর্যন্ত ঢাকায় ১১৩ মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে গতকাল রোববার সেগুনবাগিচায় ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে সোমবার (২৭ নভেম্বর) অফিস খোলার পর থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সেগুনবাগিচার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে কোনো প্রার্থী মনোনয়ন সংগ্রহ করতে আসেননি।
এই কার্যালয়ের তথ্য অফিসে থেকে বিষয়টি জানানো হয়েছে। এদিকে সেগুনবাগিচার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক, মনোনয়ন সংগ্রহের নিয়ম, শর্তসহ বিভিন্ন তথ্য টানিয়ে রাখা হয়েছে কার্যালয়ে। পাশাপাশি প্রার্থীদের আগমনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে মোতায়েন করা আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
নির্বাচন কমিশন থেকে ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
এএসএস/এনআই/এমএ