যারা ভূমি সেবা দেয় তাদের মনিটরিংয়ে ১৯ কর্মকর্তাকে দায়িত্ব
ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন স্মার্ট ভূমিসেবা নাগরিকদের সঠিকভাবে দেওয়ার জন্য এবং ভূমি সেবা প্রদানকারীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জেলাভিত্তিক মনিটরিং ও তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর মধ্যে ১৯ জন উপসচিবকে মনিটরিং কর্মকর্তা করা হয়েছে। এছাড়া তদারকি কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ৯ জন যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব।
বিজ্ঞাপন
তাদের দায়িত্ব দিয়ে সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, 'ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন স্মার্ট ভূমিসেবা নাগরিকদের সঠিকভাবে প্রদান করার জন্য এবং ভূমি সেবা প্রদানকারীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জেলাভিত্তিক মনিটরিং ও তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।'
এসএইচআর/জেডএস