বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় এসে‌ছে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) চার সদস্যের কারিগরি প্রতিনিধি দল।

বুধবার (২৯ ন‌ভেম্বর) ইইউয়ের প্রতি‌নি‌ধি দ‌লের ঢাকায় আসার তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন বাংলা‌দে‌শে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

আজ (বুধবার) সন্ধ‌্যায় সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম এক্স-এ (সা‌বেক টুইটার) এক পো‌স্টে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানান, ইইউয়ের নির্বাচন পর্য‌বেক্ষক প্রতি‌নি‌ধি দল আজ ঢাকায় পৌঁছে‌ছে।

জানা গে‌ছে, ইইউয়ের প্রতি‌নি‌ধি দ‌লে র‌য়ে‌ছেন— ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) ও রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

সংশ্লিষ্ট সূত্র বল‌ছে, ঢাকায় আসা ইইউয়ের প্রতি‌নি‌ধি দল নির্বাচনের শেষ পর্যন্ত বাংলা‌দে‌শে অবস্থান কর‌বেন। বাংলা‌দে‌শে অবস্থানকা‌লে প্রতি‌নি‌ধি দল নির্বাচ‌ন পর্য‌বেক্ষণসহ বাংলা‌দে‌শের চলমান রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি পর্য‌বেক্ষণ করবে। তারা নির্বাচন ক‌মিশন, বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক দল, বি‌ভিন্ন সংস্থা ও সরকা‌রের গুরত্বপূর্ণ মন্ত্রণাল‌য়ের কর্তাব‌্যক্তি‌সহ সুশীল সমাজের প্রতি‌নি‌ধি‌দের স‌ঙ্গে বৈঠক কর‌বেন। 

আগামী রোববার (৩ ডি‌সেম্বর) প্রতিনিধি দলের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করার কথা র‌য়ে‌ছে।

এনআই/কেএ