মাইক্রোবাসে মিলল ২০ হাজার পিস ইয়াবা
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় ২০ হাজার পিস ইয়াবাসহ ইরফানুল হক (৩২) ও শাহেদুল ইসলাম ওরফে শাহেদ (২৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে থানার এক কিলোমিটার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত প্রেস স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, গ্রেপ্তারকৃতরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিতে প্রেস স্টিকার লেখা গাড়ি ব্যবহার করে আসছিল। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এমএসএ