কথাসাহিত্যিক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, নেপাল থেকে আমাদের ফিজিক্যাল ডিস্ট্যান্স ১৭ মাইলের মতো। এটাকে দূরের দেশ হিসেবে না দেখে তো নিজের দেশ হিসেবেই দেখা যায়। কেন আমরা সেখানে ঘন ঘন ভ্রমণে যাই না, এটা একটা দুঃখের বিষয়।

শুক্রবার (১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে হিমালয়ে বাংলাদেশি পর্বতারোহী দলের ফার্চামো পর্বতশিখর বিজয় উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা ফার্চামো পর্বতারোহণ করেছেন তাদের অভিনন্দন জানাই। স্বপ্ন দেখাটা উদ্দেশ্য না, স্বপ্নের জন্য কাজ করাটাই হোক মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদাকে চৌধুরী, ইস্পাহানি টি লিমিটেডের জিএম টি মার্কেটিং ওমর হান্নান প্রমুখ।

বাংলাদেশের পর্বতারোহীরা গত ২৪ অক্টোবর এভারেস্টের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ২০ হাজার ৬০০ ফুট উঁচু 'ফার্ডামো' অভিযানের জন্য নেপাল যান এবং ২৬ অক্টোবর লুকলা বিমান বন্দর থেকে ট্রেকিং শুরু করেন। প্রায় ৫০ কিমি ট্রেকিংয়ের পর তারা ১ নভেম্বর বেস-ক্যাম্পে পৌঁছান এবং ২ নভেম্বর ১৮ হাজার ৫৩৭ ফুট উচ্চতায় হাই-ক্যাম্প স্থাপন করেন। গাইড চিরিং ওয়াংচু শেরপা ও ফুর কাঞ্চা শেরপাকে সঙ্গে নিয়ে বাংলাদেশের দুই পর্বতারোহী ৩ নভেম্বর রাত সাড়ে ৩টায় হাই-ক্যাম্প থেকে চূড়ান্ত-আরোহণ শুরু করেন। প্রায় ২ হাজার ফুট খাড়া পাথরের দেয়াল ও হিমবাহে আইস-অ্যাক্স, ক্রাম্পন ও জুমারের সাহায্যে আরোহণ শেষে ৩ নভেম্বর পর্বতারোহী এম এ মুহিত ও বাহলুল মজনু 'ফার্চামো' শীর্ষে আরোহণ করেন। দলের অপর সদস্য নুরুননাহার নিম্নি ১৮ হাজার ২০০ ফুট পর্যন্ত আরোহণ করেন।

ওএফএ/এমএ