ঢাকা-৫ আসনে বাতিল ৯ প্রার্থীর মনোনয়নপত্র, স্থগিত ৩
ঢাকা ৫ আসনে ২২ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সেই সঙ্গে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র আপতত স্থগিত করা হয়েছে। তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।
সোমবার (৪ ডিসেম্বর) সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-৫ আসনের প্রার্থীদের বিষয়ে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
ঢাকা ৫ আসনে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে আছেন, বাংলাদেশ কংগ্রেসের মো. জাকির হোসেন, মুক্তিজোটের মওদুদ আহমদ, স্বতন্ত্র প্রার্থী এস এম আরিফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর এস এম লিটন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. নুরুল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থীদের তালিকায় রয়েছেন জাকের পার্টির মনির মোল্লা, বাংলাদেশ জাতীয় পার্টির সরোয়ার খান, গণতন্ত্রী পার্টির হাফিজুর রহমান মিন্টু। এই তিন প্রার্থীকে সময় দেওয়া হয়েছে।
এএসএস/এমএসএ