ঢাকা-২ আসনে আ.লীগ-জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ
দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-২ আসনে পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে বাকি তিন প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বাতিল এবং একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর সদরঘাটে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং অফিসার আনিসুর রহমান এ তথ্য জানান।
বিজ্ঞাপন
রিটার্নিং অফিসার জানান, ঢাকা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের ভোটার স্বাক্ষ্য না থাকায় প্রার্থিতা বাতিল করা হয়েছে। প্রার্থীর হলফনামায় সাক্ষ্য না থাকা এবং আয়কর রিটার্নের সত্যায়িত অনুলিপি না থাকায় ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আশরাফ আলী জিহাদীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এছাড়া আয়কর রিটার্নের সত্যায়িত দাখিল করা কপি না থাকায় জাকের পার্টির আবুল কালামের প্রার্থিতা স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ আসনে বৈধতা পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং জাতীয় পার্টির শাকিল আহমেদ শাকিলের প্রার্থিতা।
এনআই/এনআর/এসএসএইচ