দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের ১০ জন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাকি আটজন প্রার্থীকে বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-৬ আসনের এ তথ্য তুলে ধরেন।

বিভিন্ন অসংগতি থাকায় মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী ফারহানা সাঈদ ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী মো. হানিফ বিহিদার।

অন্যদিকে, বৈধ ঘোষণা করা আট প্রার্থীর মধ্যে রয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন, ন্যাশনাল পিপলস পার্টির আবু হামিদুর রেজা খান ভাসানী, জাতীয় পার্টির (জেপি) সৈয়দ নাজমুল হুদা, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ, জাকের পার্টির তরিকুল ইসলাম, গণফ্রন্টের আমিনুল ইসলাম সরকার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আকতার হোসেন ও তৃণমূল বিএনপির কাজী সিরাজুল ইসলাম।

এএসএস/কেএ