দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-১৫ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তথ্য তুলে ধরেন।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মুহাম্মদ সামছুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. সামছুল আলম চৌধুরী, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) নাজমা বেগম, জাকের পার্টির মাইনুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মো. আশরাফ হোসাইন সরকার, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএ'র এস, এম, ইসলাম, জাতীয় পার্টির মো. সামসুল হক।

তফসিল অনুযায়ী, গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন আজ বিকেল পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তির সময় ৫ থেকে ১৫ ডিসেম্বর আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

এআর/এমএসএ