১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার অনুমতি চেয়ে ঢকা জেলার রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছিল আওয়ামী লীগ। রিটার্নিং কর্মকর্তা নিজে সিদ্ধান্ত না দিয়ে বিষয়টি পাঠিয়ে দেন নির্বাচন কমিশনে। এতে বিরক্ত হয় কমিশন। ভবিষ্যতে এ ধরনের চিঠি আর না পাঠাতে রিটার্নিং কর্মকর্তাকে সতর্ক করে চিঠি দিয়েছে ইসি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা জেলার রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে। 

চিঠিতে জানানো হয়, ‘নির্বাচনপূর্ব সময়ে এ ধরনের সভা-সমাবেশ আয়োজনে অনুমতি প্রদান না করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য রিটার্নিং অফিসার নিজেই ক্ষমতাবান। ভবিষ্যতে এ ধরনের বিষয় নির্বাচন কমিশনে না প্রেরণের জন্য অনুরোধ করা হলো।’

এর আগে, মঙ্গলবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। এই দিবসে আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি সমাবেশ করব- এরকম একটা কর্মসূচি আমাদের ছিল। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম। সে আবেদন তারা গ্রহণ করেনি। বাইরে সমাবেশের নামের শোডাউন হবে সে আশঙ্কা করছে। যে কারণে ১০ তারিখে আমাদের মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা কার্যালয়ের ভেতরেই পালন করব। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না। নির্বাচনী আচরণবিধির বাইরে আমরা যেতে চাই না।

এসআর/এমএ