ঢাকায় সৌদির ৩১ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল
সৌদি আরবের বিনিয়োগ উপমন্ত্রী বদর ইব্রাহিম আল বদরের নেতৃত্বে ৩১ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় এসেছে। এছাড়া সৌদির বিনিয়োগমন্ত্রী খালিদ আব্দুল আজিজ আল ফালিহর মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদির বিনিয়োগ উপমন্ত্রীর নেতৃত্বে ৩১ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলকে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা স্বাগত জানান।
বিজ্ঞাপন
উচ্চ পর্যায়ের এই ব্যবসায়ী প্রতিনিধি দলে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি), সৌদি চেম্বার এবং আরএসজিটিআই, অ্যাকওয়াপাওয়ার, সৌদি এক্সিম ব্যাংক, আল-জোমাইহ এনার্জি অ্যান্ড ওয়াটার, ডেজার্ট টেকনোলজি, ডেটা ভোল্ট, রাসি-সহ নেতৃস্থানীয় সৌদি কোম্পানির প্রতিনিধিরা রয়েছেন।
সৌদি ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যরা আজ বুধবার ঢাকার স্থানীয় একটি হোটেল ব্যবসায়িক সেমিনারে যোগ দেবেন।
বিজ্ঞাপন
এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সৌদি রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই) এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আব্দুল আজিজ আল ফালিহ ঢাকায় আসবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন।
এনআই/এমটিআই