স্বাস্থ্য ও শিক্ষা খাতে পর্যাপ্ত অবকাঠামো তৈরি জরুরি
করোনা মহামারির এ সময়ে তথ্য-প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষাখাতে পর্যাপ্ত অবকাঠামো তৈরি করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
মঙ্গলবার (১৩ এপ্রিল) জাতিসংঘ সদর দফতরে ভার্চুয়ালি অনুষ্ঠিত ‘কোভিড-১৯ থেকে টেকসই ও স্থিতিশীল পুনরুদ্ধার এবং বাণিজ্য ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অবকাঠামোগত বিনিয়োগসমূহকে ত্বরান্বিত করা’ শীর্ষক এক প্যানেল আলোচনায় এ মন্তব্য করেন তিনি। উন্নয়নের জন্য অর্থায়ন (এফএফডি) সংক্রান্ত ইকোসক ফোরামের আওতায় প্যানেল আলোচনাটি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে রাষ্ট্রদূত ফাতিমা জনগণকে অত্যাবশ্যক সেবাসমূহ প্রদান করার জন্য ডিজিটাল অবকাঠামোর বিশেষ গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি এলডিসিসহ নাজুক দেশগুলোকে অতি প্রয়োজনীয় প্রযুক্তিসমূহ হস্তান্তর করার জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান।
ফাতিমা কোভিড-১৯ থেকে দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করার পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎ ধাক্কা মোকাবিলা করে আরও ভালোভাবে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা অর্জনের ওপর জোর দেন। এক্ষেত্রে তিনি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ঝুঁকিসমূহ বিবেচনায় নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন, যেন অবকাঠামোসমূহ একাধারে টেকসই ও দীর্ঘ মেয়াদে প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম হয়।
বিজ্ঞাপন
বৈশ্বিক সরবরাহ চেইনের দুর্বলতাগুলো উল্লেখ করে ট্রানজিট, পরিবহন ও নৌ-পরিবহন খাতসহ বাণিজ্য অবকাঠামোসমূহ আরও উন্নত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা। এক্ষেত্রে অবকাঠামোগত বিনিয়োগ, সরকারি-বেসরকারি অর্থায়ন, মিশ্র অর্থায়ন, দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমাত্রিক সহযোগিতা ইত্যাদি ক্ষেত্রে তিনি অনুদান ও দীর্ঘমেয়াদী ছাড়যুক্ত অর্থায়নের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, জাতিসংঘ সদর দফতরে ভার্চুয়ালি এফএফডি বিষয়ক ইকোসক ফোরাম শুরু হয় গত ১২ এপ্রিল। চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। এতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
এনআই/এসকেডি