নিম্ন আয়ের মানুষের প্রতি সহযােগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান
কঠোর বিধিনিষেধের মধ্যে গরিব ও নিম্ন আয়ের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশদ আলম সুজন।
বুধবার (১৪ এপ্রিল ) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে খোরশেদ আলম সুজন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হচ্ছে প্রবাসী আয়। বাংলাদেশের শ্রমশক্তির একটি বিপুল পরিমাণ অংশ মধ্যপ্রাচ্যে কর্মরত। করোনার কারণে বিপুল সংখ্যক প্রবাসী দেশে অবস্থান করছেন। দেশে অবস্থান করা প্রবাসীরা যাতে তাদের কর্মস্থলে যেতে পারেন সে জন্য সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাতের ফ্লাইট বিশেষ ব্যবস্থায় চালু রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রধানমন্ত্রী জীবন ও জীবিকাকে সমুন্নত রেখে করানাভাইরাস পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বেশ কিছু নির্দেশনা প্রদান করেছেন। এসব নির্দেশনা কঠোরভাবে পালন করতে হবে। সাধারণ মানুষ তা মানার চেষ্টা করছে। অধিকাংশ মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। করোনা সংক্রমণ রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধিও কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।
কেম/এসকেডি
বিজ্ঞাপন