চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট, বায়েজিদ, চন্দনপুরা স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, কাদের বেডিং নামে জুট-ফাইবার পক্রিয়াজাতকরণ কারখানায় এ ঘটনা ঘটে। শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এমআর/এমএ